আজ দিল্লিতে শ্রমিক-কৃষক যৌথ কনভেনশন

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রের কৃষক ও শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে সংগ্রামের রূপরেখা ঠিক করতে বৃহস্পতিবার নয়াদিল্লির তালকোটরা স্টেডিয়ামে কনভেনশনের ডাক দিল বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের যৌথ মঞ্চ (সিটিইউ) এবং সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম)। এই কনভেনশনে মেহনতিদের ওপরে মোদী সরকারের ক্রমশ বেড়ে চলা শোষণ ও আক্রমণের বাস্তবতার পরিপ্রেক্ষিতে রণকৌশলের পর্যালোচনা হবে, গ্রহণ করা হবে আন্দোলনের পরিকল্পনা।

অন্যদিকে, ২০২০ সালে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের তিনটি কৃষি বিল এবং বিদ্যুৎ সংশোধনী আইন প্রত্যাহারের আন্দোলনের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করে ভারতের কৃষক সমাজের লড়াই ও সংগ্রামের যুক্ত মঞ্চ সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম)। চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতিতে সঠিক পথে আন্দোলন পরিচালিত করে। এক বছরের মধ্যে মোদী সরকারকে কালা কানুন ফিরিয়ে নিতে বাধা করে এসকেএম। আসলে এসকে এম ছিল শতাধিক কৃষক সংগঠনের ঐক্যবদ্ধ লড়াইয়ের মঞ্চ। তাই বৃহস্পতিবার সিটিইউ এবং এসকেএম’র ডাকা কনভেনশনে রাজধানীর বুকে সমবেত হতে চলেছেন দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কয়েকশো শ্রমিক এবং কৃষক সংগঠনের অগ্রণী যোদ্ধারা। এই কনভেনশনে মোদী সরকারের কর্পোরেট তোষণ, শ্রমিক ও কৃষক বিরোধী নীতি এবং সাম্প্রদায়িক কর্পোরেট আঁতাত বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি বিবেচনা হবে। যে শক্তি দেশজুড়ে ঘৃণা এবং হিংসার আবহ তৈরি করেছে। ফলে কিছু অংশে সংঘর্ষও ছড়িয়ে পড়েছে। আসন্ন কনভেনশন থেকে তা মোকাবিলার প্রসঙ্গে মতবিনিময় হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *