মোদির ‘গদ্দারি’র জবাব, দিল্লি অভিযানের পরিকল্পনা কৃষকদের

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

সংসদীয় বাজেট অধিবেশনের মধ্যেই ফের অবরুদ্ধ হতে চলেছে রাজধানী দিল্লি। আগামী ২০ মার্চ দিল্লির যন্তর-মন্তরে ও সারা দেশ জুড়ে কৃষক, শ্রমিক-মজদুরদের সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচির ডাক দিল প্রায় ৫০০ কৃষক সংগঠনের ঐক্যবদ্ধ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা।

সূত্রের দাবি, সেদিন সারা দেশ থেকে আগত হাজার হাজার কৃষকদের উপস্থিতিতে অবরুদ্ধ হতে পারে শাহি মসনদ। কিন্তু কেন এই কর্মসূচি? সংযুক্ত কিষাণ মোর্চার দাবি, কোভিডকালে বর্ষব্যাপী আন্দোলন শেষ করতে কৃষকদের একগুচ্ছ দাবিদাওয়ায় মান্যতা দিয়েছিল কেন্দ্রীয় সরকার, যার জেরে দিল্লি সীমান্তে চলা অবিচ্ছিন্ন আন্দোলনে যতি টেনেছিলেন আন্দোলনকারী কৃষকরা। মোদি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, কৃষকদের যাবতীয় দাবিদাওয়া সহানুভূতির সঙ্গে খতিয়ে দেখা হবে, পাশাপাশি তিন বিতর্কিত কৃষি আইনও সরকারের তরফে প্রত্যাহার করে নেওয়া হয়।

কিন্তু প্রতিশ্রুতিই সার, আজ পর্যন্ত সে সব নিয়ে টু শব্দটিও করেনি এই সরকার। কোনও বক্তব্য রাখেননি প্রধানমন্ত্রীও, যা কোনও অংশে কৃষকদের সঙ্গে ‘গদ্দারি’ বা বিশ্বাসঘাতকতা থেকে কম নয়, এমনটাই মনে করছেন কৃষকরা। সেই কেন্দ্রীয় ‘বিশ্বাসঘাতকতা’র জবাব দিতেই, বাজেট পরবর্তী অধিবেশন চলাকালীন, দিল্লির পথে নেমে রাজধানী অবরূদ্ধ করার পরিকল্পনা নিলেন তাঁরা।

সূত্র – উত্তরবঙ্গ সংবাদ

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *