এমএসপি আইন প্রণয়নের প্রস্তাব সম্পূর্ণ উপেক্ষা করে চলেছে সরকার

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

নিজস্ব সংবাদদাতা: এ রাজ্যে অনাবৃষ্টির কারণে ফসলের ক্ষতি ও বিপর্যয়ের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। অবাধে চলছে সারের কালোবাজারি মজুতদারি। বিদ্যুৎ এর মাশুল বৃদ্ধি, সেচের কোনও পরিকল্পনা না থাকা চাষিদের সংকট আরও তীব্র করে তুলেছে। ফসলের কোনও ক্ষতিপূরণ চাষিরা পায় না। এই রাজ্যে এমএসপি আইন প্রণয়নের প্রস্তাব সরকার সম্পূর্ণ উপেক্ষা করে চলেছে।

জমির রেকর্ড নিয়ে কারচুপি ও অবৈধ কার্যকলাপ ভূমি দপ্তরের মদতে ঘটে চলেছে। লাগাতার কৃষি জমির পরিমাণ হ্রাসপ্রাপ্ত হয়ে চলেছে। রাজ্যের সিংহভাগ কৃষি জমিতে চাষাবাদ করছে ছোট ভাগ ও লিজ চাষিরা, এদের সরকারী স্বীকৃতি ও বিভিন্ন সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত করার দাবি,পাশাপাশি ফসলের লাভজনক দাম ও সরকারী ক্রয়ের দাবিগুলি খুবই জ্বলন্ত। এই অবস্থায় দাঁড়িয়ে সংযুক্ত কিষাণ মোর্চা পশ্চিমবঙ্গ সারা ভারতে মাস খানেকের বেশি সময় ধরে লড়াই-আন্দোলন করবে বলে জানিয়েছে।

ট্যাগ করা হয়েছে: , , ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *