রাকেশ টিকায়েতকে গাজিপুর সীমান্তে বাধা পুলিশের, অবস্থান বিক্ষোভ কৃষক নেতার

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

কুস্তিগিরদের আন্দোলন নিয়ে রবিবার দিল্লি আসার কথা ছিল কৃষক নেতা রাকেশ টিকায়েতের। ঠিক হয়েছিল, নতুন সংসদ ভবনের সামনে কুস্তিগিরদের নিয়ে ধর্না দেওয়া হবে। তাঁকে গাজিপুর সীমান্তেই আটকে দেয় দিল্লি পুলিশ। এরপর দিল্লি সীমান্তেই ধরনায় বসেন তাঁরা। রবিবার সকালে নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভের চেষ্টা করায় আটক করা হয় বিনেশ ফোগাত-সহ একাধিক কুস্তিগিরদের।

রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন কুস্তিগিররা। তাঁর গ্রেফতারির দাবি তোলা হয়েছে। এই নিয়ে যন্তর-মন্তরে ধর্না দিচ্ছিলেন কুস্তিগিররা। রবিবার নতুন সংসদ ভবনে বিক্ষোভ করার ডাক দেন কুস্তিগিররা।

এদিন গাজিপুর সীমান্তে আটকে দেওয়ার পরই রাকেশ টিকায়েত টুইট করেন। তিনি লেখেন, “কুস্তিগির মেয়েদের রাস্তায় টেনে নামিয়েছে কেন্দ্র সরকার। সংসদীয় মর্যাদার কথা বলে গৌরবান্বিত মনে করছে নিজেদের। কিন্তু মেয়েদের চিৎকার শুনতে পাচ্ছে না। আমাদের মেয়েদের হেফাজত থেকে না ছাড়া পর্যন্ত, গাজিপুর সীমান্তে ধর্না-অবস্থান জারি থাকবে।”

সূত্র- এডিটরজি

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *