আরও বড় আন্দোলনের পথে ভারতের কৃষকরা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 2

নিজস্ব সংবাদদাতা: রামলীলা ময়দানের কৃষক মহাপঞ্চায়েত থেকে কৃষক নেতারা জানিয়ে দিলেন, ফের আন্দোলনের পথেই যাবেন কৃষকরা। কেন্দ্রীয় সরকার যদি ন্যায়সঙ্গত দাবি মেনে না নেয় তাহলে সেই আন্দোলন ২০২০-২১’র লড়াইয়ের থেকেও বড় আকারে হবে।

সংযুক্ত কৃষক মোর্চার ডাকে সোমবার রামলীলা ময়দানের সমাবেশ থেকেই কৃষক সংগঠনের প্রতিনিধিরা স্মারকলিপি দিতে যান কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে। ১৫ জনের প্রতিনিধিদল দু’টি স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধিদলে ছিলেন সারা ভারত কৃষকসভার নেতা হান্নান মোল্লাও। তিনি মন্ত্রীকে বলেন, ২০২১-র ডিসেম্বরে লিখিত প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি সরকার। আর কতদিন আপেক্ষা করতে হবে? আমাদের প্রথম দাবি ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা। কেন্দ্র এমন একটি কমিটি বানিয়েছে যেখানে কৃষকদের প্রতিনিধিত্ব নেই। সেই কমিটির তরফে কোনও তৎপরতাও নেই। সংযুক্ত কৃষক মোর্চার প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করতে হবে। কৃষক নেতারা স্মারকলিপিতে জানান, কৃষি উপকরণের খরচ এত বাড়ছে যে ৮০ শতাংশ কৃষক ঋণগ্রস্ত।

ঋণ মকুব ও সার সহ কৃষির জন্য প্রয়োজনীয় উপকরণের দাম কমাতে হবে। বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিও জানান তাঁরা। বিভিন্ন রাজ্যে কর্পোরেট ও বেসরকারী কোম্পানির মুনাফার লক্ষ্যে জমি অধিগ্রহণ হচ্ছে নির্বিচারে। ২০১৩ সালের আইন মান্য করা হচ্ছে না। বুলডোজার দিয়ে কৃষকদের ভয় দেখিয়ে সামান্য ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া বন্ধ করতে হবে।

আরেকটি স্মারকলিপিতে সংযুক্ত কৃষক মোর্চা জানিয়েছে, আলু, টমাটো, পেঁয়াজ, সর্যের চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। বাজারদর হঠাৎই মারাত্মক ভাবে পড়ে গেছে। সরকার বাজারে হস্তক্ষেপ করে কৃষকদের বাঁচানোর কোনো চেষ্টা করেনি। এই কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে।

বিশদে জানতে ভিডিওটি দেখুন

এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *