কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে এসকেএম’র সাধারণ সভায় পুলিশি অনুমতিতে বাধা

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা ও ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রীজভূষন শরণের বিরুদ্ধে একাধিক মহিলা কুস্তিগির সহ একজন নাবালিকা কুস্তিগীরের অভিযোগ দায়ের হয় যৌন হেনস্থার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লির যন্তরমন্তরে চলছে কুস্তিগীরদের আন্দোলন।

সম্প্রতি এই আন্দোলনের উপর দিল্লি পুলিশের আক্রমণকে কেন্দ্র করে সরব হয়েছে বিরোধীপক্ষের রাজনৈতিক মহল। ঘটনায় কেন্দ্রীয় সরকারের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যন্তরমন্তরের আন্দোলনে সমর্থন জানিয়েছে স্বরাজ ইন্ডিয়া সহ আইসা ও বিভিন্ন ছাত্র ও নারীবাদী সংগঠনও।গত সপ্তাহে সংযুক্ত কিষাণ মোর্চা এই আন্দোলনের সমর্থনে দিল্লির যন্তরমন্তরে যায় ও আন্দোলনে সমর্থন জানায়।

দেশের মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার বিরোধিতা করে যন্তরমন্তরের এই আন্দোলনের সমর্থনে পশ্চিমবঙ্গের কলকাতা, মৌলালীতে ১৮ মে সংযুক্ত কিষান মোর্চা সমস্ত সংগঠনদের নিয়ে একটি সাধারণ সভার ডাক দিয়েছে। সম্প্রতি বিপত্তি এই সাধারণ সভাকে ঘিরে। সংযুক্ত কিষাণ মোর্চার প্রতিবাদ সভার জন্য মিলল না পুলিশি অনুমতি।

ঘটনায় সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, আন্দোলন করা সাধারণ মানুষের অধিকার এবং এর জন্য কারোর অনুমতিরই প্রয়োজন নেই, তারপরেও সংগঠনের তরফ থেকে কলকাতা পুলিশের কাছে সভার জন্য আগাম বার্তা দিয়ে রাখা হয়েছিল।অনুমতি না মিললেও সভা হবে বলে জানিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্ব অভিক সাহা। অনুমতি খারিজের এই ঘটনায় অনেকেই মহিলাদের অবস্থান নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *