নভেম্বরে সব রাজভবন স্তব্ধ করার ডাক কিষাণ মোর্চার

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1
New Delhi: Bharatiya Kisan Union (BKU) leader Rakesh Tikait addresses during 'Kisan Mahapanchayat', organised by Samyukt Kisan Morcha (SKM), at Ramlila Maidan in New Delhi, Monday, March 20, 2023. (PTI Photo)(PTI03_20_2023_000153B)

নিজস্ব সংবাদদাতা: নভেম্বরের ২৬, ২৭ ও ২৯ তারিখ দেশের সব রাজ্যের রাজভবনের সামনে স্তব্ধ করার ডাক দিলেন প্রবীন কৃষকনেতা হান্নান মোল্লা। ঐতিহাসিক কৃষক সমাবেশের সাফল্য উদযাপনে সেদিন কেন্দ্রের কর্পোরেট- সাম্প্রদায়িক আঁতাতে ফ্যাসিস্ত শাসকের ভিত নড়িয়ে দিতে হবে। সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম) তামিলনাড়ু রাজ্য সম্মেলন উদ্বোধন করে এই আহবান জানিয়েছেন হান্নান মোল্লা।

গ্রামীণ জনগণকে নিরন্তন সংগঠিত করেই বহুজাতিক-সাম্প্রদায়িক আঁতাতের কেন্দ্রের ফ্যাসিস্ত শাসকদের অচল করার আহ্বান দিলেন প্রবীণ সিপিআই(এম) নেতা হান্নান মোল্লা। সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম) তামিলনাড়ু রাজ্য সম্মেলন উদ্বোধন করে এই ডাক দেন তিনি। পাশাপাশি আগামী ২৬, ২৭ এবং ২৮ নভেম্বর এসকেএম’র ডাকে সব রাজ্যের রাজ্যপালের দপ্তরের সামনে প্রতিবাদ আন্দোলনের প্রাক্কালে তামিলনাডুতেও বিক্ষোভ সর্বাত্মক করার জন্য কৃষক সমাজের উদ্দেশ্যে জানান তিনি।

এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *