কুস্তিগিরদের পাশেই, দিল্লিতে বার্তা কৃষকদের

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

ব্যারিকেড ভেঙে আজ যন্তর মন্তরে কুস্তিগিরদের পাশে গিয়ে দাঁড়ালেন কৃষকেরা। দিনের আলো ফিকে হতে কৃষকেরা ফিরে গেলেও, হুমকি দিয়ে গেলেন, দু’সপ্তাহের মধ্যে সমাধান সূত্র না বেরোলে কুস্তিগিরদের সমর্থনে ফের এক বার কৃষক আন্দোলনের সাক্ষী থাকবে রাজধানী। এ দিকে বিজেপি সূত্রের একাংশের দাবি, কর্নাটকের ভোট মিটলেই এ নিয়ে আলোচনায় বসার কথা ভাবছে দল।

যৌন নির্যাতনের অভিযোগ তুলে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংহের অপসারণ চেয়ে গত এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন এ দেশের কুস্তিগিরদের একাংশ। অন্য দিকে, উত্তরপ্রদেশের রাজপুত ভোটের কথা মাথায় রেখে তদন্ত শেষের আগে ব্রিজভূষণকে সরানোর পক্ষপাতী নয় বিজেপির একাংশ। তাতে রাজপুত সমাজের কাছে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা রয়েছে। যা আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম উত্তরপ্রদেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই আবহে গত কয়েক দিন ধরেই কুস্তিগিরদের পাশে দাঁড়াতে শুরু করেছেন হরিয়ানা-উত্তরপ্রদেশের খাপ ও কৃষক সংগঠনগুলি। গত কাল যন্তর মন্তরে এসে কুস্তিগিরদের প্রতি সহমর্মিতা জানিয়ে যান কৃষক নেতা রাকেশ টিকায়েত।

সূত্র- আনন্দবাজার পত্রিকা

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: , ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *